২১ নভেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি : ঝালকাঠিতে নারীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন উপহার দিয়েছে এইট হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
রোববার ৩রা সেপ্টেম্বর সকালে শহরের মধ্য চাঁদকাঠী এলাকার জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪জন দু:স্থ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাউন্ডেশনের উপদেষ্টা এসএম রুস্তুম আলী নারীদের হাতে এ সেলাই মেশিন তুলে দেন। সমাজের পিছিয়ে পড়া পরিবারকে সহায়তা করার জন্য এ ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।
ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক আমেরিকা প্রবাসী এম ডি আল-আমিন রিংকু ভিডিও কনফারেন্সে উপস্থিত সাংবাদিক ও উপহার পাওয়া নারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আগামীতেও এমন কর্মসূচি অব্যহত রাখার কথা বলেন তিনি।
এদিকে সেলাই মেশিন উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন দু:স্থ নারীরা। এর মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান তারা।