২১ নভেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণের সাথে দুর্নীতি দমন কমিশনের কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভার সভাপতিত্বে করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান), মোছাঃ আছিয়া খাতুন।বিশেষ অতিথি উপস্থিত জেলা পুলিশ আবদুল্লাহ্ আল-মামুন। এছাড়া মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।