২১ নভেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ নিজ দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলি সীমান্তের চেকপোস্ট গেটের পাশে বসে আছে ওয়াজেমা বেগম নামের এক ভারতীয় নারী। পাঁচদিন আগে মানুষজনের কাছ থেকে সাহায্য চাইতে-চাইতে সে পথ ভুলে বাংলাদেশে ঢুকে পড়ে বলে জানায় ওই ভারতীয় নারী। আজ মঙ্গলবার সকাল থেকে তাকে হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের পাশে বসে থাকতে দেখা যায়। ভারতীয় ওই নারী ভারতের দক্ষিণ দিনাজপুর বালুরঘাট জেলার বৈষ্টমনগর থানার দাউনাপুর ক্যাম্প এলাকার মালেকুল এর স্ত্রী।
ওয়াজেমা বেগম জানান, আমি অসুস্থ্ হওয়ায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলাম। কিন্ত টাকার অভাবে ওষধপত্র কিনতে পারছিলাম না। তাই হাসপাতাল থেকে বের হয়ে মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে বেড়াচ্ছিলাম। সাহায্য চাইতে-চাইতে সীমান্ত এলাকায় বিএসএফের কাছে সাহায্য নিতে চলে আসি। এর একপর্যায়ে পথ ভুল করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসি। আজ পাঁচ দিন ধরে এদেশে আটকা পড়ে আছি। অনেকবার যাওয়ার চেষ্টা করলেও যেতে পারেননি।
হিলি সিপি বিজিবি জানায়, ভারতীয় ওই নারীকে অবৈধ্য ভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং অবৈধ্য অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।