২১ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ঘোডাঘাটে গোলাপী রঙের ১২০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ০২নং পালশা ইউনিয়নের ডুগডুগিহাট কাঁচা বাজার সংলগ্ন জনৈক মোঃ রেজাউল করিম রাজু এর ফীডের দোকানের সামানে এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার পূড়ইল (ডুগডুগীহাট) গ্রামের মৃত মাহাতাব উদ্দিন এর ছেলে রেজাউল করিম রাজু (৫০) ও একই উপজেলার দেওগ্রাম (পশ্চিমপাড়া) গ্রামের কুমর উদ্দিন এর ছেলে আবু সাইদ মাজেদ (২৮)।
এস আই অসীম কুমার মোদক জানায়, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ডুগডুগি হাট কাঁচা বাজার সংলগ্ন রেজাউল করিম রাজুর ফিডের দোকানের সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রি হচ্ছে। ফোনে অফিসার ইনচার্জকে অবগত করিয়া ফোর্স সহ ঘটনা স্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্স এর সহায়তায় তাদের আটক করি। রেজাউল করিম রাজু (৫০) এর দেহ তল্লাশী করে তার পরিহিত পাঞ্জাবির ডান পকেট থেকে সাদা কালার পলিথিনে মোড়ানো ৪০ পিস এবং আবু সাঈদ মাজেদ(২৮) দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির কোচা হইতে সাদা পলিথিনে মোড়ানো ৮০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করি।
ঘোড়াঘাট থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতার করেছি। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু হয়েছে।