২১ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি : ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে নিহত সকল শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট, সোমবার রাত সাড়ে আটটায় বিরামপুর উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি শিবেশ কুন্ডুর সভাপতিত্বে ২১ আগস্ট উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জাতীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক।
এসময় আরও বক্তব্য রাখেন, পৌর মেয়র আক্কাস আলী,সাবেক ছাত্রনেতা প্রীতিময় হোসেন পলাশ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি কামাল হোসেন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ছাত্রনেতা উত্তম কুমার, কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, সাবেক আওয়ামী লীগের ক্রিয়া সম্পাদক রাজ্জাক হোসেন মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হোসেন, ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বিন্দু ও আরো অনেকে উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় বক্তারা ২০০৪ সালে ২১ আগস্ট তৎকালীন জোট সরকারের যোগসাজশে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ওই দিন নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করেন। আগামী দিনে আর কখনো যেন ২১ আগস্ট দেখতে না হয় সেই লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকার গঠনের জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।