২১ নভেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাকেরগঞ্জ ও উজিরপুর সার্কেল এর মধ্যে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন বাবুগঞ্জ থানার মোঃ জসিম উদ্দিন সিকদার।
বরিশাল জেলা পুলিশের বাকেরগঞ্জ সার্কেল এর মাসিক কল্যাণ সভায় তাকে চলতি বছরের জুলাই মাসের কার্যক্রমের ওপর ভিত্তি করে বরিশাল জেলার বাকেরগঞ্জ ও উজিরপুর সার্কেলের মধ্যে শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।
শনিবার বিকালে বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদার এর কাছ থেকে ক্রেস্ট ও প্রশংসা পত্র গ্রহণ করেন তিনি।
জানা যায়, জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে অবদান রাখার জন্য বরিশাল জেলার বাকেরগঞ্জ ও উজিরপুর সার্কেল এর শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই হিসেবে তাকে মনোনীত করা হয়েছে। তার এ অভূতপূর্ব সাফল্যে বাবুগঞ্জ থানার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার এএসআই মোঃ জসিম উদ্দিন সিকদার বলেন, পুরস্কার প্রাপ্তি সবসময়ই আনন্দের। এই পুরস্কার আমাকে আমার কাজের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। আমাকে এই পুরস্কার প্রদান করায় অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ও বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ও ওসি (তদন্ত)সহ থানার সকল অফিসার ও ফোর্সদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ভবিষ্যতে যেন দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রেখে আরও ভালো কাজ করে যেতে পারি সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।