২৫ Jun ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন, ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি, বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে কবির মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ৪ জন। পুলিশ ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করেছে।
সোমবার ( ১৪ আগষ্ট) বিকালে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটার মোলাখালীতে এ ঘটনা ঘটে।কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-ছোনাউটার মোলাখালীতে বিকালে আলতাফ ও চাঁনমিয়া সাথে কবির মোল্লার জমি জমার বিরোধ নিয়ে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এ সময় উভয় পক্ষ দাও, রামদা নিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই কবির মোল্লা নিহত হয়। সংঘর্ষে কবির মোল্লার ভাই গ্রাম পুলিশ বাবুল মোল্লা (৬০)তার স্ত্রী এমিলি বেগম (৫৫) আহত হয়।এছাড়া অপর পক্ষের মোঃ আলতাফ ও তার ছেলে মিরাজ আহত হয়। গ্রাম পুলিশ বাবুল মোল্লাকে প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে। আটকরা হলেন- মোঃ আলতাফ (৬২), তার পুত্র মোঃ মিরাজ হোসেন (৩৫), কবির মোল্লার মেঝ ভাই চাঁন মিয়া মোল্লা (৫০)ও তার ছেলে সাগর মোল্লা (২৫)।
কাঁঠালিয়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের চারজনকে আটক করা হয়েছে।