২১ নভেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ১০আগস্ট
বৃহস্পতিবার বিকেলে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান,উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদনী,সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ লুতফুর রহমান দিপ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান প্যাদাসহ অন্যান্যরা। সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আব্দুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মার্কার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একত্রিত থাকার আহবান জানান। সভায় ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।