১০ Jul ২০২৫, ০২:২৭ অপরাহ্ন, ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জীবননগরে সড়ক দুর্ঘটনায় স্থানীয় একটি পত্রিকার সাংবাদিকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে জীবননগর পৌর এলাকার হাসপাতাল পাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক হুমায়ন আহম্মেদ(৫৫) মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে জীবননগরে নিজ বাড়িতে ফিরছিলেন।এসময় দর্শনা- জীবননগর সড়কের জীবননগর ব্রীজমোড় পেয়ারাতলা বাসষ্টান্ডের নিকটবর্তী পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি অবৈধ যান লাটাহাম্বারের (স্থানীয় যান) পেছনে ধাক্কা মারে। এতে সে গুরুত্বর আহত হয়।সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে যশোরে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তনি আরও বলেন,কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।