২১ নভেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
বাবুগঞ্জে শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত

বাবুগঞ্জে শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত

Exif_JPEG_420

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাতে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ মান্নান মাস্টার, মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু, মোঃ ইকবাল আহমেদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান, মোঃ হাসানুর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম কিবরিয়া, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসমাইল হোসেন, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজ আহমেদ স্বপন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ কামাল হোসেন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ওবায়দুল হক জুয়েল প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিফাত জাহান তাপসী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামীম খান, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ারের হোসেন ঢ়ারী, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন রুম্মান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল মজিদ মামুন মৃধা, ছাত্রলীগ নেতা মোঃ কাজী ইয়াসির আরাফাত সোহেল, মোঃ ফাইজুল হক, মোঃ মুরাদ হোসেন, মোঃ সোলায়মান, মোঃ নাঈম, মোঃ ফারুক হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন শেখ কামাল। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। এই সংগঠনের সংগ্রামী, আদর্শবাদী কর্মী হিসেবে ‘৬৯-র গণঅভ্যুত্থান’ ও মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন। বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বি.এ. অনার্স পাস করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019