২১ নভেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত ০২ আগস্ট ২০২৩ তারিখ দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমানকে সাজা প্রদানের প্রতিবাদে ৪রা আগষ্ট শুক্রবার সকালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুবুল হক নান্নু, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগ এবং সমাবেশের সভাপতিত্ব করেন এ্যাড. সৈয়দ হোসেন, আহবায়ক, জেলা বিএনপি, ঝালকাঠি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এ্যাড. শাহাদাত হোসেন সদস্য সচিব ঝালকাঠি জেলা বিএনপি ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সরকার বিভিন্ন মামলায় নেতাকর্মীদের সাজা দিয়ে তাদেরকে আন্দোলন থেকে নিভৃত করানোর চেষ্টা করছে। কিন্তু সরকারের চেষ্টা কখনো সফল হবে না। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দেওয়া রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি অনতিবিলম্বে রায় প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় তারা সারাদেশ অচল করে দেয়ার হুঁশিয়ারী উচ্চারণ করেন।