২১ নভেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেতুঁলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল কাদের জিলানী (৮) নামে এক শিশুর নিহত হয়েছে। এসময় ৬ মাসের বোন খাদিজা আক্তারও আহত হয় । শনিবার দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ এলাকায় পেদিয়াগছ-ডাহুকব্রীজ কমলাবাগান সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত জিলানী ঐ এলাকার হাসান আলীর পুত্র।
নিহতের পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য শাহজাহান সিরাজ বলেন, শনিবার দুপুরে শিশু জিলানী তার ছয় মাসের বোন খাদিজা কে নিয়ে বাড়ির পাশের সড়কের ধারে দাড়িয়ে ছিল। এ সময় একটি মোটরসাইকেল পেদিয়াগছ থেকে ডাহুকব্রীজ কমলাবাগানের দিকে আসছিল। রাস্তার মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিশু জিলানী ও তার বোনকে ধাক্কা দেয়। এসময় সড়কে ছিটকে পড়েন দুই ভাইবোন। পরে মোটরসাইকেলটি শিশু জিলানীর পেটের উপর দিয়ে গেলে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করেন। পঞ্চগড় হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে জিলানীর বোন দূর্ঘটনায় সামান্য আহত হয়।
তিনি আরও বলেন, মোটরসাইকেল চালকও শিশু। তার বয়স ১৪-১৫ বছর হবে। তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে। সে এখানে তাঁর দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছে। শুনেছি বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।
খবর পেয়ে তেতুঁলিয়া মডেল থানা পুলিশ নিহতের মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
তেতুঁলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাইদ চৌধুরী জানান, নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ দায়ের করলে আমরা আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।