২১ নভেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে দিনের বেলা গরু চুরি করতে গিয়ে জনতার ধাওয়া দিয়ে ট্রলার ও মোবাইল ফোন সহ একচোর কে আটক করেছে স্থানীয় জনতা।। বুধবার(২৮জুন) উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাড়ইকরন গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আটককৃত ব্যাক্তি বরগুনা তালতলি এলাকার আলম হাওলাদার ।তিনি বলেন তার সাথে ঢাপড় এলাকার রমজান নামে আরো এক ব্যক্তি আমার সাথে ছিল ।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জানান, বুধবার সকালে আমি গৃহের কাজ শেষে চরে গরু চড়াতে যাওয়ার সময় দেখতে পাই খালের ভিতর একটি ট্রলারে গরু উঠানো হচ্ছে। বিষয়টি নিয়ে আমার সন্দেহ হলে কাছে গিয়ে কারা জিজ্ঞাসা করতেই তারা দৌড় দেয়। এসময় আমি একজনকে ধরে ফেলি কিন্তু অন্যজন এসে তাকে ছাড়িয়ে নিয়ে দুজনেই চরের ভিতর থেকে দৌড়ে লোকালয়ে চলে যায়। তাদের সাথে ধস্তাধস্তির সময় একজনের গেঞ্জিও ছিড়ে আমার কাছে থেকে যায়। এছাড়া তারা একটি মোবাইল ও ট্রলার রেখে পালাবার চেষ্টা করলে স্থানীয় জনতা আলম হাওলাদারকে আটক করে।
স্থানীয় জনতা উত্তেজিত হয়ে গরু চোর আলম হাওলাদারকে উত্তম মাধ্যম দেওয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে নলছিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা আরও জানায়, এই অঞ্চলে গরু চুরি এর আগেও হয়েছে তবে দিনের বেলা গরু চুরির চেষ্টা এই প্রথম, মোহাম্মদ আর একটু পর এলে চোরেরা গরু নিয়ে পালিয়ে যেতো।
নলছিটি ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুঃ আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তীতে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে।