১৮ মে ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি, শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত জীবননগরে সড়ক দুর্ঘটনায় হাতপাখা বিক্রেতার মৃত্যু মেয়েরা চাকরি শুরু করার পর থেকেই ডিভোর্সের সংখ্যা বেড়েছে চুয়াডাঙ্গায় ‘নো হেলমেট, নো ফুয়েল’নীতি বাস্তবায়নে পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশের মতবিনিময় চুয়াডাঙ্গার জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ১৫দিন ধরে অনুপস্থিত,মেলেনি নোটিশের জবাব বাবুগঞ্জে ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ টি ল্যাপটপ চুরি তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক বরিশালের হিজলা ও মুলাদীতে। চুয়াডাঙ্গায় আম সংগ্রহের উদ্বোধন বিদেশ ফেরত আগৈলঝাড়ার দুই যুবকের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি, ওসিকে বদলি!
বরিশাল সিটি নির্বাচনে লড়বেন না মনীষা

বরিশাল সিটি নির্বাচনে লড়বেন না মনীষা

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল নগরীর ফ‌কিরবা‌ড়ি রোডে বাস‌দের কার্যাল‌য়ে বুধবার বেলা ১১টার দিকে সংবাদ স‌ম্মেল‌নে লিখিত বক্তব্যে নির্বাচনে কেন লড়বেন না, তা জানান মনীষা।

বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন অনুষ্ঠেয় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বাসদ ব‌রিশাল জেলা শাখার সদস‌্য স‌চিব ও গত সি‌টি নির্বাচ‌নে মেয়র পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্তী।

নগরীর ফ‌কিরবা‌ড়ি রো‌ডে বাস‌দের কার্যাল‌য়ে বুধবার বেলা ১১টার দিকে সংবাদ স‌ম্মেল‌নে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্বাচনে কেন লড়বেন না, তা জানান মনীষা।

তিনি ব‌লেন, ‘গত নির্বাচ‌নের দিন সকাল থে‌কে সমস্ত কে‌ন্দ্রে প্রকা‌শ্যে ভোট ডাকা‌তির ঘটনা ঘ‌টে‌ছি‌ল। সাধারণ মানুষ যখন এই দৃশ‌্য দে‌খে হতবাক ও হতাশ, তখন এই জঘন‌্য ভোট ডাকা‌তির বিরু‌দ্ধে কে‌ন্দ্রে কে‌ন্দ্রে আমরাই রু‌খে দাঁড়ি‌য়েছিলাম। আমিসহ আমার কর্মী ও এজেন্টরা ক্ষমতাসীন দ‌লের হামলার শিকার হ‌য়ে‌ছি‌ল। এক‌টি কে‌ন্দ্রে জাল ভোট দেয়া হা‌তেনা‌তে ধ‌রে‌ছিলাম। এসব কার‌ণে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশন নির্বাচন এক‌টি নিকৃষ্ট নির্বাচন হি‌সে‌বে প‌রি‌চিত পে‌য়ে‌ছি‌লো।

‘নির্বাচ‌নের পর আমা‌কে নানাভা‌বে হয়রা‌নি, দ‌লের ওপর নানা ধর‌নের হামলা, আমার মু‌ক্তি‌যোদ্ধা বাবা‌কে রাজাকার হি‌সে‌বে চি‌হ্নিত করাসহ অনেক কিছুই সবাই দে‌খে‌ছেন।’

মনীষা ব‌লেন, ‘আমা‌দের দল বাসদ ও আমা‌দের রাজ‌নৈ‌তিক জোট বর্তমান প‌রি‌স্থি‌তি‌তে যেখা‌নে জনগণ পছন্দমতো প্রার্থী‌কে ভোট দি‌তে পা‌রে না,‌ সেই ধর‌নের প্রহস‌নের নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ ক‌রে‌ছে।

দলীয় সরকারের অধী‌নে আওয়ামী লী‌গের অনুগত দলসমূহ‌কে নি‌য়ে পাতা‌নো নির্বাচ‌নের যে আ‌য়োজন চল‌ছে, তা‌তে অংশ নি‌য়ে আমরা জা‌লিয়া‌তির নির্বাচন‌কে বৈধতা দি‌তে চাই না।

ইতিম‌ধ্যে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে সরকা‌রি দ‌লের মেয়র প্রার্থী ঘোষণার পর আরও এক‌টি গা‌য়ের জো‌রের নির্বাচ‌নেরই ইঙ্গিত পাওয়া যা‌চ্ছে। ফ‌লে যে নির্বাচ‌নে জনগণ ভোট দি‌তে পার‌বে না, সে নির্বাচ‌নে অংশ নি‌য়ে আমরা জনগণকে বিভ্রান্ত কর‌তে চাই না।

তাই আগামী ১২ জুন হ‌তে যাওয়া ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশনের এই নির্বাচন আমরা বর্জন কর‌ছি। একই সা‌থে গনতণপ্রিয় ব‌রিশ‌ালবাসী‌কে প্রহস‌নের এই নির্বাচন বর্জন ক‌রে ভোট, ভাত ও গণতা‌ন্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহ‌ণের আহবান জানা‌চ্ছি।

সংবাদ স‌ম্মেলনে বাসদ কেন্দ্রীয় ক‌মি‌টির সম্পাদকমণ্ডলীর সদস‌্য জনার্দন দত্ত নান্টু, জেলা সদস‌্য মা‌নিক হাওলাদার, গোলাম রসূল, সন্তু মিত্রসহ দ‌লের নেতা-কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019