২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় চেক প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত ব্যবসায়ি কামাল সরদার ওরফে ইয়াবা কামালকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার নগড়বাড়ি গ্রাম থেকে ওই গ্রামের সিরাজ সরদারের ছেলে স্থানীয় টিভি শো-রুম একে আদর এন্টার প্রাইজের মালিক সাজাপ্রাপ্ত আসামী কামাল সরদারকে এএসআই সুব্রত চন্দ্র রায় গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কামাল এনআই এ্যাক্ট এসএল ১২০৭/২১ মামলার সাজাপ্রাপ্ত আসামী। বরিশালের একটি আদালত কামালকে ৫৩৪৭৯ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে। রায়ের দিন থেকে কামাল পলাতক ছিল। কামালের বিরুদ্ধে থানায় মাদক মামলাও রয়েছে জানিয়ে তিনি আরও বলেন মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত কামালকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।