২১ নভেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ভিকটিমের মা বাদী হয়ে নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের চরষাইটপাকিয়া গ্রামের নতুন আবাসনের সামনে নিজ চাচাতো ভাইয়ের সাথে খেলতে ছিল শিশুটি।
এসময় একই ইউনিয়নের সুলতান মৃধার ছেলে মো. আসলাম ওরফে রাজু মৃধা(৩০) শিশুর সাথে খেলতে থাকা চাচাতো ভাইকে ১০ টাকা দিয়ে সিগারেট কিনতে দোকানে পাঠায় এবং সেই সুযোগে শিশুটিকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখায় রাজু। শিশুটিকে আরও ভিডিও দেখানোর কথা বলে পাশের একটি ভবনে নিয়ে ধর্ষন করে। পরবর্তীতে শিশুটির চাচাতো ভাই সিগারেট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত ধর্ষক রাজু মৃধা টের পেয়ে শিশুটিকে ৫ টাকা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান , এজাহার দায়ের করার পরই অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরন করা হয়েছে । উল্লেখ্য এর আগেও রাজু মৃধার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।