১৯ মে ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীতে ফোন চাওয়ায় মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আত্মহত্যা আগৈলঝাড়ায় শুক্রবার রাতে স্কুল ছাত্রী ও গৃহবধুর আত্মহত্যা বরিশাল নগরী বিভিন্ন পেট্রোল পাম্পে ট্রাফিক পুলিশের সচেতনমূলক অভিযান বাবুগঞ্জে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জনগনের ভালবাসায় এগিয়ে ফুটবল প্রতীকের প্রার্থী চায়না খানম ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টা মামলায় কারাগারে মাদরাসা সুপার চাঁদপাশায় চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা বিনতে ওহাব এর উঠান বৈঠক অনুষ্ঠিত রিকশাচালককে পিটিয়ে পা ভেঙে দেওয়া সেই পুলিশ সদস্য ক্লোজড বরিশালে স্বামীর জমানো টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী তেঁতুলিয়া হাসপাতালে অকেজো মালামাল টেন্ডারে ঘাবলা ধামাচাপা দেয়ার চেষ্টা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
ডিমলায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ডিমলায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্বিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০-নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলকে স্বাগত জানিয়ে শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে যেসব বীর সেনানী বেঁচে আছেন তাঁদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে গত বছরের শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কার্যবিবরণী পেশ করেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোরশেদ মনি৷

এসময় উপস্থিত ছিলেন, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, ডিমলা আরবিআর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুল হক প্রমুখ।

উল্লেখ্যঃ আগামী ১৪ ডিসেম্বর উপজেলার সকল শহীদ বুদ্ধিজীবীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন সূর্যদয়ের সাথে সাথে বিধি অনুসারে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং সরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলনের পর পরেই উপজেলা বিজয় চত্তরে ৩১ বার তোপধ্বনির পর শহীদ মিনারে মহান শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে পুষ্পস্তবক অর্পণ, সকাল সারে ৮ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কুল, কলেজ, স্কাউট, গার্লস গাইড ও মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, শিশু কিশোরদের শারীরিক কসরত প্রদর্শন। সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, দুপুর ১ টায় হাসপাতাল এতিমখানা ও শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, বাদ যোহর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত-যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা অন্যান্য উপাসনালয়ে মোনাজাত-প্রার্থনা।

বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন বনাম ইউনিয়ন পরিষদ প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সারে ৫ টায় জাতির পিতার ‘স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা-ধারণা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম করার বিষয় গৃহীত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019