১৮ মে ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি, শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত জীবননগরে সড়ক দুর্ঘটনায় হাতপাখা বিক্রেতার মৃত্যু মেয়েরা চাকরি শুরু করার পর থেকেই ডিভোর্সের সংখ্যা বেড়েছে চুয়াডাঙ্গায় ‘নো হেলমেট, নো ফুয়েল’নীতি বাস্তবায়নে পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশের মতবিনিময় চুয়াডাঙ্গার জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ১৫দিন ধরে অনুপস্থিত,মেলেনি নোটিশের জবাব বাবুগঞ্জে ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ টি ল্যাপটপ চুরি তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক বরিশালের হিজলা ও মুলাদীতে। চুয়াডাঙ্গায় আম সংগ্রহের উদ্বোধন বিদেশ ফেরত আগৈলঝাড়ার দুই যুবকের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি, ওসিকে বদলি!
নৌকা সাজিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল বুড়িগঙ্গার মাঝিরা

নৌকা সাজিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল বুড়িগঙ্গার মাঝিরা

অনলাইন ডেস্ক

বুড়িগঙ্গার বুকে লাল সবুজের পতাকা আর ৭৬ নৌকা। লাল সবুজ বেলুন আর ছবিতে সজ্জিত সকল নৌকা। আর মাঝির মুখে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা। এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বুড়িগঙ্গা নদীতে ৭৬ টি নৌকা প্রদর্শনীর আয়োজন করা হয়। এবং ৭৬ কিশোরীকে দেশের কল্যানে শপথ পাঠ করিয়ে উদযাপন করা হয় শেখ হাসিনার জন্মদিন।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে “হাসুমনির পাঠশালার” আয়োজনে বুড়িগঙ্গা নদী সংলগ্ন জিনজির খেয়াঘাটে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন তা ইতোমধ্যে বাস্তবায়ন করেছেন । জাতির পিতা যদি বেঁচে থাকতেন তাহলে আরও আগেই এ দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতেন। আজকে বাংলাদেশ সমগ্র বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।”

এসময় অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম এন্ড টেলিভিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ আল হালিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব স্মৃতি সরকার, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার। এবং বিশেষ আলোচক হিসেবে পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শহীন আহমেদ, সাধারন সম্পাদক ম. ই. মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019