২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া সড়কে জোড়াপুল নামক স্থানে মোটরসাইকেল আরোহী সড়কের পাশে নিয়ান্ত্রন হারিয়ে দুর্ঘটনার শিকার হয় ।
এলাকাবাসীর সহযোগিতায় ১ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থকমপ্লেক্সে পাঠানো হয়। অপরজন সিটকে পাশে খালে পড়ে যায়। দুই ঘন্টা পর তাকে মৃত্যু উদ্বার করে।
নিহত মো: তামিম হাওলাদার (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বটতলা জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে । এসময় অপর আরোহী মো: রাকিব হাওলাদার ( ১৮ ) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয় । নিহত তামিম হাওলাদার উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে ও দাখিল পরীক্ষার্থী । আহত রাকিব হাওলাদার একই গ্রামের সোহাগ হাওলাদারের ছেলে ও দ্বাদশ শ্রেণির ছাত্র ।