১৮ মে ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি, শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত জীবননগরে সড়ক দুর্ঘটনায় হাতপাখা বিক্রেতার মৃত্যু মেয়েরা চাকরি শুরু করার পর থেকেই ডিভোর্সের সংখ্যা বেড়েছে চুয়াডাঙ্গায় ‘নো হেলমেট, নো ফুয়েল’নীতি বাস্তবায়নে পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশের মতবিনিময় চুয়াডাঙ্গার জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ১৫দিন ধরে অনুপস্থিত,মেলেনি নোটিশের জবাব বাবুগঞ্জে ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ টি ল্যাপটপ চুরি তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক বরিশালের হিজলা ও মুলাদীতে। চুয়াডাঙ্গায় আম সংগ্রহের উদ্বোধন বিদেশ ফেরত আগৈলঝাড়ার দুই যুবকের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি, ওসিকে বদলি!
পদ্মা সেতু নিয়ে ববিতে আন্তর্জাতিক কনফারেন্স ১৯ জুন

পদ্মা সেতু নিয়ে ববিতে আন্তর্জাতিক কনফারেন্স ১৯ জুন

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘পদ্মা সেতু ও এর আর্থ-সামাজিক তাৎপর্য’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের এমরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। অধ্যাপক ড. আইনুন নিশাত পদ্মা সেতুর এক্সপার্ট প্যানেলের সদস্য হিসেবে সেতু নির্মার্ণের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে শুরু থেকেই যুক্ত ছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড . মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেশনে মূল প্রবন্ধ পাঠ করবেন ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া গবেষণা কেন্দ্রের অধ্যাপক ড. সঞ্জয় কে ভরদ্বাজ।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন একুশে পদক জয়ী বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড . মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

কনফারেন্সের ওই সেশনে স্বাগত বক্তব্য প্রদান করবেন কনফারেন্স আয়োজক কমিটির আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অসীম কুমার নন্দী।

আন্তর্জাতিক কনফারেন্সে পদ্মা সেতুর অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দিক নিয়ে মোট ২৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।

দক্ষিণ এশীয় রাজনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ড . সঞ্জয়কে ভরদ্বাজ দক্ষিণ এশীয় অঞ্চলে পদ্মা সেতুর প্রভাব নিয়ে আলোচনা করবেন। অধ্যাপক ড. আইনুন নিশাত পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়ার সাথে শুরু থেকে যুক্ত থাকায় তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে পদ্মা সেতুর নির্মাণ পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখবেন।

বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত ‘স্বর্ণালী সম্ভাবনার যুগে’ শিরোনামে পদ্মা সেতুর বিভিন্ন সম্ভাব্য প্রভাবের কথা তুলে ধরবেন। পর্যটন বিশেষজ্ঞ ট্রেজারার প্রফেসর ড . মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া পদ্মা সেতুর কারণে পর্যটন শিল্পের সম্ভাবনা বিষয়ে বক্তব্য রাখবেন ।

ওই সেশনের সভাপতি অধ্যাপক ড . ছাদেকুল আরেফিন প্রবন্ধের ওপর বিশ্লেষণধর্মী আলোচনা করবেন । এছাড়া সন্ধ্যায় কনফারেন্সের সমাপনী সেশনে কনফারেন্সে উপস্থাপিত ২৩টি পেপারের সারমর্ম তুলে ধরবেন কনফারেন্স আয়োজক কমিটির আহ্বায়ক অসীম কুমার নন্দী ।

আন্তর্জাতিক এ কনফারেন্সে দেশ-বিদেশের খ্যাতনামা অধ্যাপক, গবেষক, সাংবাদিক, কলামিস্টসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন । সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019