১২ মে ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন, ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি, রবিবার, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঘোড়াঘাটে ৮০পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গৃহবধূ গ্রেপ্তার দামুড়হুদার বজ্রপাতে নিহত বাড়িতে উপজেলা প্রশাসনের সমবেদনা ও আর্থিক সাহায্য প্রদান দামুড়হদার নবনির্বাচিত চেয়ারম্যানকে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় ফিরে আসছে তাপপ্রবাহ, যেদিন থেকে শুরু বরিশাল বিএমপি বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশাল নগরীতে চার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন দামুড়হুদা ও দর্শনায় বজ্রপা‌তে মৃত্যু ২,আহত ১ ঘোড়াঘাট উপজেলা পৌনে দুই কোটি টাকার সরকারী চাল ও বস্তা গুদাম কর্মকর্তার পেটে, ব্যবস্থা নিতে দুদকের দ্বারস্থ পুলিশ নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে গায়ক পিয়ালসহ নিহত ২ সব সরকারি হাসপাতালে অবৈধ ক্যান্টিন ও ফার্মেসি বন্ধের নির্দেশ
বরিশালে শিক্ষা বোর্ডের সাত কর্মকর্তা-কর্মচারীকে তলব

বরিশালে শিক্ষা বোর্ডের সাত কর্মকর্তা-কর্মচারীকে তলব

আজকের ক্রাইম ডেক্স ॥ উত্তরপত্র জালিয়াতি করে শিক্ষার্থীদের জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগে বরিশাল শিক্ষা বোর্ডের সাত কর্মকর্তা-কর্মচারীকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

এবং কি তাদের সম্পদের হিসেব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৩ মার্চ ওই সব কর্মকর্তা-কর্মচারীকে দুদক কার্যালয়ে তলব করে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে তাদের সম্পদ বিবরণী দিতে বলা হয়েছে। অভিযুক্তরা সম্পদ বিবরণী জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদের জন্য যাদের তলব করা হয়েছিল তারা হলেন, পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক একে আজাদ ফারুক, উচ্চমান সহকারী সুজাতা স্বর্ণকার, অফিস সহকারী গোবিন্দ চন্দ্র পাল, অফিস সহকারী মনির হোসেন এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী শংকর ও নিতাই।

এর আগে গত ১৪ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশালের সহকারী পরিচালক রাজ কুমার সাহা স্বাক্ষরিত একটি চিঠিতে ওই সাত কর্মকর্তা-কর্মচারীকে গত ২৩ মার্চ দুদক কার্যালয়ে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। জালিয়াতি করে জিপিএ-৫ পাইয়ে দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের।

এছাড়া অভিযুক্তদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়েও জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। পরে তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য সাত কার্যদিবস সময় দেয় দুদক। বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস বলেন, সাত কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সম্পদ বিবরণী চেয়েছে দুদক।

এ জন্য সাত কর্মদিবস সময় দেওয়া হয়েছে। বোর্ড কর্মকর্তা-কর্মচারীরা কর্মব্যস্ত হওয়ায় বিবরণী জমা দেওয়ার জন্য আরও একটু সময় চেয়েছে তারা। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, দুদক কার্যালয়ে জালিয়াতির বিষয়ে দুদক কর্মকর্তারা কিছু জানতে চায়নি। তবে তারা সম্পদ বিবরণী চেয়েছে। বোর্ড কর্মকর্তা-কর্মচারীরা সম্পদের বিবরণী জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019