২১ নভেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের পারাইচক এলাকার সড়কের পাশ থেকে আওয়ামীলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি শাইস্তা মিয়া (৫০) নামের আওয়ামী লীগ নেতা জানা গেছে। শুক্রবার (১১ মার্চ) রাতে সিলেট -ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইচক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শাইস্তা মিয়া সিলেটের বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, শুক্রবার (১১ মার্চ) রাতে সিলেট শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। শহর থেকে বের হওয়ার ১০ মিনিট পর থেকে তার মোবাইলে পরিবারের লোকজন ফোন দিলেও রিসিভ হয়নি। খবর পেয়ে পুলিশ পারাইরচক এলাকা থেকে মোটরসাইকেলের পাশে পড়ে থাকা মরদেহ উদ্ধার করে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে কোন এক যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।