২১ নভেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অনুমতিই ছিল না। ২০১৮ সালে দেশটিতে প্রথম এই অনুমতি দেওয়া হয়। এছাড়া রক্ষণশীল এই দেশটিতে নারীদের জন্য আরও অনেক বাধা ছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এবার ট্রেন চালাতে আসছেন সৌদি নারীরা।
সম্প্রতি দেশটিতে ৩০ জন নারী ট্রেনচালক নিয়োগ দেওয়ার জন্য একট বিজ্ঞাপন দেওয়া হয়। সেই বিজ্ঞাপনের অনুকূলে প্রায় ২৮ হাজার আবেদন জমা পড়েছে। এতে বিষয়টি স্পষ্ট, দেশটিতে নারীদের জন্য আরও সুযোগ তৈরি করার প্রয়োজন রয়েছে। এমনি নারীরাও এগিয়ে যেতে চাচ্ছেন সাহস করে। খবর রয়টার্সের
স্প্যানিশ রেলওয়ে অপারেটর রেনফে গত বুধবার জানিয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি ভাষার দক্ষতার একটি অনলাইন মূল্যায়নের মাধ্যমে আবেদনকারীদের সংখ্যা প্রায় অর্ধেক কমানো গেছে। আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে অন্যদের নিয়ে কাজ করা শেষ হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচিত ৩০ নারীকে একবছর প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তারা মক্কা ও মদিনা শহরের মধ্যে দ্রুতগতির বুলেট ট্রেন চালাবেন।
রেনফে বলছে, তারা সৌদি আরবে নিজেদের ব্যবসায় নারীদের জন্য সুযোগ তৈরিতে আগ্রহী। বর্তমানে সৌদি আরবে ট্রেন চালানোর জন্য ৮০ জন পুরুষকে নিয়োগ দেওয়া হয়েছে। আরও ৫০ জনকে নিয়োগের প্রক্রিয়া চলছে।
কিছুদিন আগেও সৌদি নারীদের কর্মক্ষেত্র শিক্ষক ও চিকিৎসাকর্মীর মতো কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। দেশটির বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান অর্থনীতিতে বৈচিত্র্য আনতে গত পাঁচ বছরে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রায় দ্বিগুণ করেছেন।