০৪ মে ২০২৪, ০৯:২১ অপরাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবাও ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০ বরিশাল সিটিতে ৫ বছর পর সরকারি বরাদ্দে উন্নয়ন কাজের উদ্বোধন সিলেটে আগাম বন্যার আশঙ্কায়!! হাওরজুড়ে কৃষকের ব্যস্ততা চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি ও দর্শনা সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক এমএ গফুর ইন্তেকাল দর্শনায় পৌর উদ্যোগে সড়কে পানি ছিটানো উদ্যোগ তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি’র আহ্বায়ক রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টির দল থেকে পদত্যাগ চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাড়ি শেষ
দৃপ্ত শপথে বানারীপাড়ায় বিজয় দিবস ও স্বাধীনতা সূবর্ণজয়ন্তী উদযাপন

দৃপ্ত শপথে বানারীপাড়ায় বিজয় দিবস ও স্বাধীনতা সূবর্ণজয়ন্তী উদযাপন

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিন¤্র শ্রদ্ধায় ও দৃপ্ত শপথে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণের প্রত্যয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও শহীদ স্মৃতিস্তম্ভে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি হেলাল উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা এসএম মিজান মাহমুদ,উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা,সদস্য ডা. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। একই সময় উপজেলা পরিষদ ও প্রশাসন,থানা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ স্মৃতি স্তম্ভ ও জাতির পিতার প্রতিকৃতিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ পুষ্পার্ঘ অর্পণ করে । সকাল সাড়ে ৮টায় সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা. উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদাসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি,৭১’র রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। একই সময় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন ও নারীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমপি শাহে আলম পতœী আতিয়া আলম মিলি। বিকাল সাড়ে ৪টায় সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন(পাইলট)স্কুল মাঠে প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শপথ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি,৭১’র রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও ব্যবসায়ী সহ নানা শ্রেণী-পেশার হাজারো মানুষ অংশ নেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019