২০ এপ্রিল ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
পদ্মা সেতুর ৯৩ দশমিক ৫০ ভাগ কাজের অগ্রগতি : সেতুমন্ত্রী।

পদ্মা সেতুর ৯৩ দশমিক ৫০ ভাগ কাজের অগ্রগতি : সেতুমন্ত্রী।

অনলাইন ডেস্ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর কাজের অগ্রগতি হয়েছে শতকরা ৯৩ দশমিক ৫০ ভাগ।

আজ রবিবার দুপুরে বনানীস্থ সেতুভবনে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে এ সব কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদী শাসন কাজের অগ্রগতি শতকরা ৮৩ দশমিক ৫০ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ।

ওবায়দুল কাদের আরও বলেন, ‌‘মূল সেতুর ২৯১৭টি রোড ওয়ে স্ল্যাবের মধ্যে ২৬২৭টি এবং ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২৮৪৭টি রেলওয়ে স্ল্যাব স্থাপন করা হয়েছে।

’ এসময় সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019