২৫ এপ্রিল ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশালে মাদক মামলার রায়ে অভিযুক্ত খালাস, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা চুয়াডাঙ্গায় ইসলামী নেতাদের নিয়ে পুলিশের মতবিনিময় সভা কে এম পি খালিশপুর থানা পুলিশের অভিযানে অনলাইন ডিজিটালাইজড প্রতারক চক্রের ২সক্রিয় সদস্য গ্রেপ্তার। আজ থেকে ঢাকায় শুরু হল এশিয়া- প্যাসিফিক বধির দাবা আন্তর্জাতিক প্রতিযোগিতা ২০২৪ “””””””””””””””” উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ রিয়াজ হোসেন খান পিপিএম। এডিশনাল এসপি পদে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন মন্ত্রী-এমপিদের স্বজনরা নির্দেশ না মানলে ব্যবস্থা: কাদের বানারীপাড়ায় ১৩ বছরের কিশোরীকে অপহরণ করে ৫ দিন আটকে রেখে ধর্ষণ লম্পট গ্রেফতার আজ আকাশে দেখা মিলবে গোলাপী চাঁদ এক রাতেই ৮০ বার কাঁপলো তাইওয়ান! চুয়াডাঙ্গায় সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি
খেলনাসামগ্রীর ভেতরে লুকিয়ে কুরিয়ার সার্ভিসে মাদকপাচার।

খেলনাসামগ্রীর ভেতরে লুকিয়ে কুরিয়ার সার্ভিসে মাদকপাচার।

আজকের ক্রাইম ডেক্স:::আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। সুদুর টেকনাপ থেকে তারা মাদক সংগ্রহ করে তা বিশেষ কৌশল অবলম্বনের মাধ্যমে বিভাগীয় শহর বরিশালে নিয়ে আসে। শিশু খেলনাসামগ্রীর ভেতরে ঢুকিয়ে ইয়াবার বড় বড় চালান কুরিয়ার সার্ভিসে করে এতদিন ধরে তারা আনলেও পুলিশ বা অন্য কোনো বাহিনী আঁচ করতে পারছিল না। কিন্তু এবার তাদের শেষ রক্ষা হল না। বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ এই সিন্ডিকেটের তিন সদস্যকে তাদের জালে নিয়ে আসাসহ ইয়াবার একটি চালান আটক করেছে।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত গোমস্তার নেতৃত্বাধীন একটি টিম বৃহস্পতিবার বিকালে শহরের বাংলা বাজারস্থ এসএ পরিবহনের সজল খান (২৮) এবং সহযোগী শামীম হাওলাদারকে গ্রেপ্তার করে। এবং এসময় তাদের কাছে থাকা একটি খেলনা সাইকেলের ভেতর থেকে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করে।

ডিবি পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর এই যুবককে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে আরও ইয়াবা মজুত আছে। পরবর্তীতে সন্ধ্যার দিকে গ্রেপ্তার স্বজলকে নিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভাড়াটিয়া বাসায় তল্লাশি চালিয়ে আরও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর সাথে জড়িত থাকার অভিযোগের তার স্ত্রী এ্যানি আক্তার লামিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক সুজিত গোমস্তা জানান, শহরের কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের মৃত মোঃ তোফায়েল খানের ছেলে মো. সজল খান এবং ঝালকাঠির নলছিটি থানার মৃত মো. আব্দুল হকের ছেলে মো. শামীম হাওলাদার বিশেষ কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সরবরাহ করে আসছিল। এবং বরিশালে এনে তারা পরবর্তীতে আশপাশের জেলাসমূহে সরবরাহ করতো। তাদের এই বাণিজ্যে সজলের স্ত্রীও জড়িত আছে।

এই পুলিশ কর্মকর্তা জানান, কোনো একটি মাধ্যম মাদক সরবরাহের বিষয়টি নিশ্চিত হয়ে তাদের বেশ কিছুদিন ধরে তৎপরতা চালিয়ে আসছিলেন। গতকাল অনুরুপভাবে মাদক আসার খবরে সঙ্গীফ ফোর্স নিয়ে বাংলা বাজার এলাকার কুরিয়ার সার্ভিসের সামনে থেকে প্রথমে দুই যুবককে গ্রেপ্তার করাসহ একটি খেলনা সাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে সেটির মধ্যে তল্লাশি করে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

এর পর তাদের জিজ্ঞাসাবাদ করে নলছিটি থেকে আরও ১ হাজার পিস ইয়াবাসহ সজলের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি মডেল থানায় ডিবি পুলিশ একটি মামলা করেছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019