২৯ মার্চ ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে দু’ দেশের পতাকা বৈঠক শেষে ভারতীয় নাগরিককে ফেরত কাঠালিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় ১ ডাকাত গ্রেফতার দামুড়হুদায় নাশকতার মামলায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ সাবেক চেয়ারম্যান,সাবেক ভাইস ঝালকাঠি পৌরসভার দুই খেয়াঘাট ইজারায় হাইকোর্টের স্থগিতাদেশ বাবুগঞ্জে পাট ক্ষেত দিয়ে হাটার প্রতিবাদ করায় কৃষককে কুপিয়ে জখম টুরিস্ট পুলিশের মতবিনিময় সভা গাজীপুর জেলার শালবন গ্রীন রিসোর্টে সাথে ঝালকাঠিতে জাতীয় দিবস পালন না করায় হাসপাতালের তত্ত্বাবধায়ককে শোকজ ঝালকাঠিতে ভূমি সেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সাথে টিআইবি-সনাকের অধিপরামর্শ সভা বরিশালে মসজিদে নামাজ চলাকালীন এসি বিস্ফারণ, কোন হতাহতের ঘটনা ঘটেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে সমাদৃত করেছেন-পার্বত্য প্রতিমন্ত্রী
বাবুগঞ্জে সরকারি কর্মকর্তার ঘরের সামনে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ।

বাবুগঞ্জে সরকারি কর্মকর্তার ঘরের সামনে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ।

বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে জমি এওয়াজ বদল করতে রাজি না হওয়ায় বসত ঘরের সামনে বাঁশের বেড়া দিয়ে নৌবাহিনীর এক কর্মকর্তার পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় নৌবাহিনীর পেটি অফিসার মোঃ নাজমুল হাসান জুয়েল বাদী হয়ে প্রতিপক্ষ মোঃ সেলিম হোসেনকে বিবাদী করে বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার রহমতপুর ইউনিয়নের উত্তর রহমতপুর বিমানবন্দর মোড় এলাকায়।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, নৌবাহিনীর পেটি অফিসার মোঃ নাজমুল হাসান জুয়েল ২০১৮ সালে উত্তর রহমতপুর গ্রামের স্থানীয় মোঃ মোনাসেফ এর কাছে থেকে সাড়ে ১০ শতাংশ জমি ক্রয় করেন। এর পর জমির চারপাশে সীমানা প্রাচীর দিয়ে একটি বসতঘর নির্মান করেন। সম্প্রতি নৌবাহিনীর অফিসার মোঃ নাজমুল হাসানের ক্রয়কৃত জমির বসত ঘরের চারদিকে বাঁশের বেড়া দিয়ে পরিবারটি অবরুদ্ধ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিক মোনাসেফ ২০২০ সালে মৃত্যু বরন করার পর তার ভাই মো. সেলিম হোসেন নৌবাহিনীর অফিসার মোঃ নাজমুল হাসান জুয়েলকে জমি পরিবর্তন করার প্রস্তাব দেয় এতে নাজমুল হাসান জুয়েল রাজি না হওয়ায় প্রতিপক্ষ সেলিম হোসেন ক্ষিপ্ত হয়ে মোঃ নাজমুলের বসত ঘরের সামনে বাঁশদিয়ে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার সকালে দেখা গেছে, মোঃ নাজমুল হাসান জুয়েলের ক্রয়কৃত সাড়ে ১০ শতাংশ জমির চারপাশে বাঁশ দিয়ে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত মো.সেলিম এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019