২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বিশিষ্ট্য রাজনীতিবিদ বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আরমান আলী ১৯ এপ্রিল (সোমবার) লন্ডনে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জাতীয় পার্টির বর্তমান আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া। তিনি তার এক শোক বার্তায় জানান, মরহুম আরমান আলী জাতীয় পার্টির একজন নিবেদিত প্রাণ ছিলেন। জাতীয় পার্টির সুখে, দুঃখে সব সময় পাশে থাকতেন। তার মৃত্যুতে সিলেটের বিশ্বনাথ ও সিলেট জাতীয় পার্টির একজন মূল ধারার মানুষ হারিয়েছে। কুনু মিয়া এক বিজ্ঞপ্তিতে মরহুম আরমান আলীর আত্মার রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।