২৮ এপ্রিল ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, রবিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিজ জমিত চাষ করত গিয় হামলার শিকার ¯ানীয় বাঙ্গালীরা, আহত ২০।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিজ জমিত চাষ করত গিয় হামলার শিকার ¯ানীয় বাঙ্গালীরা, আহত ২০।

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজলার তাইদং-তবলছড়ি এলাকায় নিজ ভূমিত চাষাবাদ করত গিয় হামলার শিকার হয়ছ ¯ানীয় বাঙ্গালিরা। ৪ এপ্রিল রাববার দুপুর এ মারধর ও গুলি বর্ষণর ঘটনা ঘট। এ ঘটনায় এলাকায় চরম উত্তজনা বিরাজ করছ।

এত কর মনির হাসনসহ অÍত ১৫/২০জন আহত হয়ার খবর পাওয়া গছ। আহতদর ¯ানীয় ও খাগড়াছড়ি সদর হাসপাতাল নয়া হয়ছ। ¯ানীয়রা অভিযাগ করন শুকনাছড়ি, ইসলামপুর ও লাইসাপাড়া এলাকায় নিজর জমিত কচু, শাক সবজি চাষবাস করত গল ওই এলাকার পাহাড়িরা বাঁধা দয়। এসময় বাক-বিতন্ডা সষ্টি হল চড়াও হয় পাহাড়িরা। এসময় পাহাড়িদর সাথ যাগ দয় সশস্ত্র স¿াসী গ্রæপ। এসময় জিম্মি কর রাখ বাঙ্গালিদর। কয়ক মিনিট পর পর মুহুর মুহুর গুলির শব্দ শুনত পায় এলাকাবাসী।

এ রিপার্ট লখা পর্যÍ ঘটনা জানার পর উপজলা প্রশাসন ও পুলিশ ঘটনা¯ল ছুট গেছন। মা: আবুল কাশম জানান, বর্তমান পরি¯িতি ¯^াভাবিক রয়ছ। খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ সাংবাদিকদর জানান, খবর পয় পুলিশ ঘটনা¯ল গিয়ছ। বিষয়টি খতিয় দখা হছ। তদÍ কর পরবর্তি ব্যব¯া নয়া হব বল জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019