২১ নভেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান শরীফ মনোনয়ন দাখিল করেছেন। আজ সকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার মোঃ সাইফুল ইসলাম এর কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি। কেদারপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আতাউর রহমান শরীফ কেদারপুর ইউনিয়নের অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষে এবং কেদারপুর বাসীর বহু দিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার ব্রত নিয়ে ইউপি নির্বাচনে প্রতিবন্ধীতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও আতাউর রহমান শরীফ বলেন, বিগত দিনে আমি কেদারপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেছি। জনগণ আমাকে ভালোবাসেন আর সেই ভালোবাসার এবং এলাকাবাসীর ইচ্ছা ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।
আশা করছি আগামী ১১ই এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেদারপুর ইউনিয়নের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের সেবায় নিজেকে আবারো নিয়োজিত রাখতে পারবো ইনশাআল্লাহ।
আমার পরিবার জনবান্ধব পরিবার। আমার বাবা মৌলবী আব্দুল হামিদ শরীফ কেদারপুর ইউনিয়নে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আমার পরিবার সবসময়ই জনগনের পাশে ছিল এবং থাকবে।