২৩ এপ্রিল ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বোরকা পরে বালিকা মাদরাসায় যুবক, ধরা পড়ে খেলেন গণপিটুনি ২৪ বছর কারাভোগ শেষে ভ্যান নিয়ে বাড়ি ফিরলেন ওলিউল কাতারের সঙ্গে ৫ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই পথিকের তৃষ্ণা নিবারণে নলছিটি ফ্রি পানির বুথ করছে বিডি ক্লিন দামুড়হুদায় স্থানীয় এমপির নিকট আত্নীয় হওয়ায় ঘোষনা দিয়ে উপজেলা আঃলীগের সাঃ সম্পাদকের মনোনয়ন প্রত্যাহার গোবিন্দগঞ্জে অটোবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা কালে জনতার হাতে ২ জন আটক জাটকা সংরক্ষণ কর্মসূচী উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনার প্রধান আসামি কুখ্যাত ডাকাত সরদার দিপক বড়াল কে আটক করেছে র‌্যাব ৮ চুয়াডাঙ্গায় নিখোঁজের ৬ দিন পর নারীর ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার
গাঁজা এবং চোরাই মোটরসাইকেলসহ ৩ আসামি পুলিশের হাতে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

গাঁজা এবং চোরাই মোটরসাইকেলসহ ৩ আসামি পুলিশের হাতে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা এবং দুটি চোরাই মোটরসাইকেলসহ তিন আসামিকে গ্রেফতার করেছে। সোমবার (১লা মার্চ) বিকাল সাড়ে ৫টার সময় পৌরশহরের হাটকালুগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার এবং এসব গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চুয়াডাঙ্গা সদর থানাধীন আলোকদিয়া গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ শাওন হোসেন (২৩), একই এলাকার মোঃ হামিদুল ইসলামের ছেলে মোঃ পিয়াস হোসেন (২০) এবং মহাম্মদ নুরুল ইসলামের ছেলে মোঃ রুবেল হোসেন (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মোঃ হাসানুজ্জামান এবং এসআই কৃপাসিন্ধু সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকালে পৌরশহরের হাটকালুগঞ্জ এলাকায় পুলিশ লাইনের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাকা রাস্তার উপর হতে দুটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তিকে থামিয়ে তাদের শরীর এবং মোটরসাইকেল তল্লাশি করে তাদের দখল ও নিয়ন্ত্রণ হতে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দ করে আটককৃত আসামিদের থানায় নিয়ে আসা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা স্বীকার করে যে, তারা শুধু মাদক ব্যাবসায় করেনা, তারা বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে সে সমস্ত চোরাই মোটরসাইকের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে থাকে। এছাড়া আসামিদের জিজ্ঞাসাবাদে আরও বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তাদের তথ্যমতে অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019