২৩ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, রবিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
শরীয়তপুরের নড়িয়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারি আসামি হারুন মোল্লাকে রায় ঘোষণার প্রায় ৫ বছর পরে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নড়িয়া থানা পুলিশ।
২০১২ সালের আগস্ট মাসের সাত তারিখে নারি শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ভিকটিম নারী ধর্ষণের অভিযোগ এনে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিসার ইউনিয়নের চরমোহন গ্রামের খালেক মোল্লার পুত্র হারুন মোল্লার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পালাতক ছিলেন অভিযুক্ত হারুন মোল্লা।
মামলাটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১)-এর আইন মোতাবেক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত হারুন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন আদালত।
আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মামলা দায়ের ৯ বছর পরে নড়িয়া থানা পুলিশের এসআই ইমরান হোসেন, এএসআই বিশ্বজিৎ কুমার মণ্ডলের নেতৃত্বে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মুন্সীগঞ্জ জেলার চরাঞ্চল থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে শনিবার (২৭ ফেব্রুয়ারি) হারুন মোল্লাকে আদালতে সোপর্দ করে নড়িয়া থানা পুলিশ।