১৯ এপ্রিল ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ফুলেল শুভেচ্ছায সিক্ত মেনন বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যুবকের আত্নহত্যা, বাড়িতে খালু শ্বশুরের ঘুষি, সালিশে মেম্বারের দেওয়া থাপ্পড় না কি স্ত্রীর ওপর অভিমান বাবুগঞ্জে আওয়ামী লীগের সভাপতির সাথে ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ৫’শ পেঁপে গাছ কেটে দেয়ার প্রতিবাদে কৃষকজোটের মানববন্ধন ও সমাবেশ বাবুগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন গাবখান সেতুর টৌলপ্লাজায় ভয়াভয় দূর্ঘটনায় দায়ী ঘাতক ট্রাকচালক ও সহযোগী আটক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গলায় তিল থাকা নারীদের যেসব গুণ থাকে বরিশালে হাসপাতালের প্রিজন সেলে খুনের ঘটনায় ৩ কারা পুলিশ বরখাস্ত
গর্ভবতী প্রেমিকার নামে মামলা করতে গিয়ে আটক প্রেমিক। আজকের ক্রাইম-নিউজ

গর্ভবতী প্রেমিকার নামে মামলা করতে গিয়ে আটক প্রেমিক। আজকের ক্রাইম-নিউজ

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি ::::-

নাটোরের গুরুদাসপুরে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন প্রেমিক জিল্লুর। এতে গর্ভবতী হয় প্রেমিকা। কিন্তু সন্তানের দায় এড়াতে প্রেমিকার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে গেলে প্রেমিক জিল্লুরকে আটক করে পুলিশ।

শনিবার সরেজমিন গিয়ে পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওই কিশোরীর সঙ্গে প্রতিবেশী আক্কাস আলীর ছেলে জিল্লুর রহমানের কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রেমের সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে ওই কিশোরীর সঙ্গে অনৈতিক মেলামেশা শুরু করে জিল্লুর। অনৈতিক মেলামেশার এক পর্যায়ে কিশোরীর গর্ভবতী হয়ে পড়ে।

এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে বিয়ে করবে মর্মে আপোষ মীমাংসা করা হয়। জিল্লুরের বাবা আক্কাস আলী এতে রাজী না হয়ে ওই কিশোরীর পরিবারকে হুমকি দেয়।

এদিকে অভিযোগ থেকে বাঁচতে জিল্লুর কিশোরীর পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করতে যান। সেখানে পুলিশ জিল্লুরকে আটক করে।

কিশোরী বলেন, তার গর্ভের ছয় মাসের সন্তান। তার গর্ভের সন্তানের বাবা ও স্ত্রীর স্বীকৃতির জন্য জিল্লুরকে বিয়ে করার দাবি জানান তিনি।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, জিল্লুর মেয়ের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দিতে এলে তাকে আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019