২২ নভেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জহিরুল ইসলাম টুকু, উজিরপুর:
উজিরপুরের বড়াকোঠা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. সহিদুল ইসলাম মৃধা কনকনে শীতের মধ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কোন অসহায়, দুঃস্থ ও গরীব যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রেখে দু’শ পরিবারের মাঝে ব্যক্তিগতভাবে কম্বল বিতরন করেন। চলতি বছর শীতে প্রধানমন্ত্রির উপহার হিসেবে প্রায় ২৭০ টি পরিবারের মাঝে কম্বল বিতরন করেন। এছাড়া সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরার পক্ষ থেকে শনিবার (৯ জানুয়ারী) ইউনিয়ন পরিষদের সামনে প্রায় একশ পরিবারের মাঝে কম্বল বিতরন করেন। এসময় ইউপি চেয়ারম্যান এ্যাড. সহিদুল ইসলাম মৃধা বলেন, অসহায় দুঃস্থদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি এবং আমার ইউনিয়নের বাকি অন্যান্য দুঃস্থ পরিবারের মাঝেও কম্বল বিতরনের পরিকল্পনা রয়েছে।