২২ নভেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি::-
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় স্টার গোল্ড ইলেকট্রনিক এগ্রো ফার্ম লিমিটেড এর যৌথ উদ্যোগে অসহায় হতদরিদ্র ৫ শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টার সময় দামুড়হুদা স্টার গোল্ড ইলেকট্রনিক এগ্রো ফার্ম লিমিটেডের অফিস চত্বরে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। বিশিষ্ঠ সমাজ সেবক আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগার সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা কলেক্টরেট স্কুল এ্যন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদুজ্জামান, মহেশপুর শেখ হাসিনা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সচিব খায়রুল আলম সহ অন্যান্য অতিথিরা।