২২ নভেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিন করা হয়েছে। ৩ জানুয়ারি রবিবার বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অভিভাবকদের নিয়ে এক আলোচনা সভায় সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয়ের ছাত্রী ডলি রাণী চৌধুরী। পরে সর্বসম্মতি ক্রমে কমিটির ৬ জন সদস্য নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়। কমিটি গঠনে সরকারের নতুন নীতিমালা অনু¯^রণ করা হয়। কমিটির সদস্য সচিব হবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।