২০ নভেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো বিজ্ঞাপনে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউড অভিনেতা সাইমন সাদিককে। জানা গেছে, একটি এভিয়েশন কোম্পানির বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন এই চিত্রনায়ক। এরই মধ্যে বিজ্ঞাপনচিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপনে প্রথম, তাই অনেকটাই উচ্ছ্বসিত সাইমন।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটাই আমার প্রথম টিভিসি। একটি এভিয়েশন কোম্পানির এই বিজ্ঞাপনে বেশ বৈচিত্র্যতা রয়েছে।
বিজ্ঞাপনটির থিম নিয়ে বলতে গিয়ে এই চিত্রনায়ক আরও জানান, বিজ্ঞাপনে আমার সহশিল্পী পূর্ণিমা বৃষ্টি। এতে দেখা যাবে আমি হেলিকপ্টারে করে বউ আনতে যাবো।
এর বেশি বলতে চাই না, বাকিটা দেখতে পাবেন টিভি পর্দায়।