২২ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
তঁতুলিয়া-কিাশারগঞ্জ বিআরটিসি বাসর উদ্বাধন করলন সংসদ সদস্য। আজকের ক্রাইম-নিউজ

তঁতুলিয়া-কিাশারগঞ্জ বিআরটিসি বাসর উদ্বাধন করলন সংসদ সদস্য। আজকের ক্রাইম-নিউজ

তঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : বহুল প্রত্যাশিত দুরপ্লাল্লার যান বিআরটিসি তঁতুলিয়া থক ময়মনসিংহ কিশারগঞ্জ পর্যÍ নিয়মিত চলাচল উদ্বাধন করন পঞ্চগড়-১ আসনর সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান। দুরপাল্লার বিআরটিসি বাসটি চালু হওয়ায় দীর্ঘদিনর ¯^প পূরণ হলা তঁতুলিয়াবাসীর। এখন তঁতুলিয়া থক ময়মনসিংহ ভায়া কিশারগঞ্জ নিয়মিত যাতায়াত করত পারব যাত্রীরা।
উদ্বাধনী অনুষ্ঠান প্রধান অতিথি সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলন, বর্তমান সরকার যাগাযাগ ব্যব¯া আরা সহজ করত যাত্রী সবার মান উনয়ন নিরলস ভাব কাজ কর যাছ। তঁতুলিয়ার অনক ছল ময় ময়মনসিংহ কষি বিশ্ববিদ্যালয়র লখাপড়া কর। ঐ এলাকার অনক মানুষ এ এলাকায় বসবাস করছন। সবার সুবিধার্থ দীর্ঘদিনর প্রত্যাশিত বিআরটিসির বাসর শুভ উদ্বাধন করা হলা। এখন থক নিয়মিত ভাব বাংলাবান্ধা হত ময়মনসিংহ ভায়া কিশারগঞ্জ সরাসরি এ বাস চলাচল করব।
আজ সামবার দুপুর ¯^প গস্ট হাউজ প্রাঙ্গন উপজলা নির্বাহী অফিসার সাহাগ চদ্র সাহার সভাপতিত্ব বিশষ অতিথি হিসব উপ¯িত ছিলন উপজলা চয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, মডল থানার ওসি আবু ছায়ম মিয়া, রংপুর বিভাগীয় বিআরটিসির সিবিএ’র সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বাংলাবান্ধা ইউপি চয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, তিরনইহাট ইউপি চয়ারম্যান রফিকুল ইসলাম ও ¯^প গস্ট হাউজর কর্ণধার কাজী মকসদুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রংপুর বিভাগীয় বিআরটিসির সিবিএ’র সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলন, পঞ্চগড় ভায়া হয় ঠাকুরগাঁও, দশমাইল, সয়দপুর, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ রাড, এলঙ্গা, ঘাটাইল, মধুপুর, মুক্তাগাছা, ময়মনসিংহ, নাদাইল হয় কিশারগঞ্জ যাতায়াত করত পারবন যাত্রীরা। বহুল প্রত্যাশিত এ বিআরটিসির বাসটির অপক্ষায় ছিলন যাত্রীরা।

জাবদুর রহমান

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019