২০ নভেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
ভারতীয় চ্যানেল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’-এর জনপ্রিয় মুখ জবা। কখনো সংসারের জন্য লড়তে, আবার কখনো স্বামীর পাশে থেকে সবাইকে উচিত শিক্ষা দেন তিনি। এমন সর্বকর্মা জবার যদি হঠাৎ মৃত্যু হয় তাহলে দর্শকদের কেমন প্রতিক্রিয়া হতে পারে ভেবে দেখেন তো?
সম্প্রতি সিরিয়ালে জবার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তেমনি একটি ভিডিও। মা যখন ওই নাটকে জবার মৃত্যু দেখে কান্না করেন তখন মায়ের কান্নারত অবস্থায় ভিডিওটি ধারণ করে তার ছেলে।
ভিডিওতে দেখা যায়, টিভিতে নাটক দেখে অঝোরে কাঁদছেন এক নারী। মায়ের এই কান্না দেখে ছেলে মাকে যতই বোঝানোর চেষ্টা করছে, যে এটা সিরিয়াল। কিচ্ছু হয়নি জবার! মা কিছু শোনার পাত্রী নন। তিনি কেঁদেই চলেছেন অনবরত।
ভিডিওতে আরও দেখা গেছে, খাটের পাশে হাঁটু মুড়ে বসে কেঁদেই চলেছেন পঞ্চাশোর্ধ্ব ওই নারী। চাদরের তলা থেকে মুখ তুলে বলে যাচ্ছেন, ‘ও জবা তুই এ কি করলি? ফিরে আয় মা!’