২২ নভেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স:: সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীমের (চরমোনাই পীর) ওয়াজ মাহফিলের অনুমতি বাতিল করেছে পুলিশ। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করেছিল রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলনের সহযোগী সামাজিক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় শাখা। এতে প্রধান অতিথি হিসেবে মুফতি সৈয়দ মো. রেজাউল করীমের বক্তব্য রাখার কথা ছিল।
তবে এ মাহফিলের অনুমতি দিয়ে পরে সেটি বাতিল করেছে পুলিশ প্রশাসন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যা তাহের সাংবাদিকদের জানান, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে পুলিশ কমিশনার বিশেষ ক্ষমতাবলে এই মাহফিলের অনুমতি বাতিল করেছেন।’