২২ নভেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় এলজিইডি’র সড়ক পাকা করন কাজের উদ্বোধন করা হয়েছে। এলজিইডি সূত্রে জানা গেছে, ১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় শ্রাবণী কনস্ট্রাকশনকে কার্যাদেশ প্রদান করা হলে সোমবার সকালে উপজেলার ১নং ব্রীজ এলাকা থেকে বাকাল ইউনিয়ন পরিষদ, নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হয়ে রাজিহার ইউনিয়নের গাববাড়ি পর্যন্ত দুই কিলোমিটার পাকা সড়কের উদ্বোধন
উদ্বোধনী আনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, ঠিকাদার ও বাকাল ইউনিয়ন আওয়ামামী লীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাইক।
পরে দোয়া ও মোনাজাত শেষে সড়কের উদ্বেঅধন করেন অতিথিরা।