২২ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে সোহেল রানা (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার(৬ ডিসেম্বর) দুপুরে সৈয়দপুর শহরের কয়াগোলাহাট বদ্ধভূমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মাংস ব্যবসায়ী আব্দুর রহিমের ছেলে।
নিহত সোহেল মানসিক প্রতিবন্ধী ছিলেন।
এলাকাবাসী জানায়, চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন ওই এলাকায় আসলে হঠাৎ ট্রেনের নিচে কাটা পড়ে সোহেল রানা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলাা হয়েছে।