২২ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আরিফুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ নো মাস্ক, নো সার্ভিস-প্রচারণার অংশ হিসাবে বগুড়ার শেরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের সচিবদের উদ্যোগে জনসচেতনতামুলক শোভাযাত্রা ও মাস্ক বিতরণ করা হয়েছে। ৬ ডিসেম্বর (রোববার) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ থেকে এই সচেতনতামুলক শোভাযাত্রা শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিয়াকত আলী সেখ, সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) বগুড়া জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন দুলাল, শেরপুর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইউপি সচিব সাজেদুল ইসলামসহ ১০টি ইউনিয়নের সচিব, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে জনসাধারণের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণ করা হয় এবং করোনা ভাইরাস প্রতিরোধে বাড়ির বাইরে মাস্ক পরিধান এবং ¯^াস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ জানানো হয়।