২২ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এস.এম.সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় ২৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযত মর্যাদায় পালিত হয়েছে। “কোভিট-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি’ নতুন ভাবে টেকসই বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভালুকায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে ।
৩ডিসেম্বর (বৃহস্প্রতিবার) সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রসাশন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ ও মাস্ক বিতরণ করা হয় ।
দিবসটি উপলক্ষে বধীর সংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয় ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সমাজ সেবা কর্মকতা তাহমিনা নাছরিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, অগ্রগামী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক শিক্ষক কবি সফিকুল ইসলাম খান, সভাপতি রাসেল সিকদার, সহ-সভাপতি শরিফুল ইসলাম সুমন, সাধারন সম্পাদক ইমন তালুকদার সহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।