২৩ নভেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, রবিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দীর্ঘ ৯ মাস পর বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির পদে ফিরে এলেন ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠু বরিশালে পেশাদার ৩৫ সাংবাদিক সংগঠনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই জাতি গড়া সম্ভব নয়……….ড. এ বি এম ওবায়দুল ইসলাম আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে : জামায়েত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
খাগড়াছড়ির দীঘিনালায় ভাতা পায় না একই পরিবার ৬ প্রতিবন্ধী। আজকের ক্রাইম-নিউজ

খাগড়াছড়ির দীঘিনালায় ভাতা পায় না একই পরিবার ৬ প্রতিবন্ধী। আজকের ক্রাইম-নিউজ

মোবারক হোসন, খাগড়াছড়ি: বিদ্যুৎ নই, বিশুদ্ধ পানীয় জলের দুষ্পাপ্যতা, অনুনত যোগাযোগ, চিকিৎসার অভাব, সামাজিক নিরাপত্তার অভাব, শিক্ষার অভাব, আধুনিক চাষাবাদ ও পশুপালন জ্ঞানের অভাব, শুধু অভাব আর অভাব। নানাবিধ সমস্যায় জর্জরিত ভুইয়াছড়া গ্রামর সাধারণ মানুষ। শারিরিক প্রতিবন্ধী, দষ্টি প্রতিবন্ধী, বিধবা, বাল্য বিবাহ, স্বামী পরিত্যক্তাসহ অসংখ্য অসহায়দর বসবাস এ গ্রাম। খাগড়াছড়ি জলার দীঘিনালা উপজলাধীন মরুং ইউনিয়নর ৭ নং ওয়ার্ডর অন্তর্ভুক্ত প্রত্যয়ান্ত এলাকা ভুইয়াছড়া গ্রাম (কিনাচাঁন কারবারী পাড়া)। এখান একই পরিবার বা বংশর মধ্য ৬ জন প্রতিবন্ধী। জন্ম থক তাহারা প্রতিবন্ধী ছিলন না। বিভিন বয়স তাহারা তাদর দষ্টি শক্তি হারিয়ছন। সত্তরার্ধ আব্দুল কাদরর স্ত্রী সাহারা খাতুন (৬০) দষ্টি প্রতিবন্ধী, তার ছল মনির হাসন (২১) ক্ষীণদষ্টি, কন্যা খালদা (২৭) ক্ষীণদষ্টি এবং খালদার দুই সন্তান শারমিন(৯) ও খারশদ(৭) দষ্টি প্রতিবন্ধী, সাহারা খাতুনর ভাইয়র কন্যা ছাবিনা ইয়াছমি(১০) ক্ষীণদষ্টি। ৬ জনর মধ্য মনির, খালদা ও ছাবিনা ইয়াছমিন এই ৩ জনক সময় সময় চক্ষু অপারশন করা হয়ছ। ফল তারা আংশিক দখত পায়। কি সম্পূর্ণ সু¯্য নয় বল জানিয়ছন তাদর অভিভাবক। কি ভাগ্যর নির্মম পরিহাস ৬ জনর কহই প্রতিবন্ধী ভাতা পায় না। আদ তাদর নাম প্রতিবন্ধী কার্ড হয়ছ কিনা? তাও তারা জান না। তাদর আর্থিক অবস্থা খুবই শুচনীয়। প্রতিবন্ধী খালদার বসতঘর নই। তার ফুফুর ভাঙ্গা কুড়ঁ ঘর একত্র বসবাস। প্রতিবন্ধী সাহারা খাতুনর অপর কন্যা মাজদা বগমর বসতঘর একবছর পূর্ব আগুন পুড় যায় কি অর্থর অভাব এখনা বসতঘর তরি করত পারন নি। পিতার পুরাতন ঘর মাটিত বিছানা পত রাত্রি যাপন কর। যার এক পাশ থাক গরু ও অন্য পাশ ছাগল।

অপর বিধবা মরিয়মর পরিবারর ৪ সন্তানের মধ্য এক ছল প্রতিবন্ধী আব্দুর রহিম(৩০), সু¯ ছল আল আমিন (১৭) স্বামী পরিত্যাক্তা দুই কন্যা-রাকয়া(২১) ও তাছলিমা(১৯)। তার মধ্য রাকয়ার ১ বছরর এক পুত্র সন্তান রয়ছে এবং তাছলিমা অন্তঃসত্ত্বা।

আরেক বিধবা নারী হাদিছা। তার ৩ ময়র মধ্য ১ জন প্রতিবন্ধী। ১ থক ৫ বছর বয়সর ৩ সন্তান নিয়ে বিধবা হয়ছে ২য় জন। ৩য় কন্যা সন্তান ভাল। স তার স্বামী ঘর আছে। এ গ্রাম অনেক পরিবারই জটিল সমস্যা রয়ছে।

এই গ্রাম বিদ্যুৎ সংযাগ দয়া, প্রাক-প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসা সবা, উনত যাতায়ত, ফল-মূল, শাক-সবজি বা আধুনিক চাষাবাদ প্রশিক্ষণসহ গবাদি পশু, হাঁস-মুরগী পালন পর্যাপ্ত প্রশিক্ষণর ব্যব¯া করার জন্য সরকার সু-দষ্টি কামনা করছন এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019