২২ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স:: নতুন নির্দেশনা জারির পর ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা বিপাকে পড়েছেন। করোনা নেগেটিভ সনদ না আনায় বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েছেন শত শত যাত্রী।
এ বিষয়ে ইমিগ্রেশনের কর্মরত ডা. বিচিত্র মল্লিক বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ থেকে যে সমস্ত পাসপোর্ট যাত্রী বাংলাদেশে প্রবেশ করবে। তাদের করোনা সনদ লাগবে, এ রকম একটি চিঠি বৃহস্পতিবার রাতে আমরা হাতে পেয়েছি। শুক্রবার থেকে চালু হয়েছে এই কার্যক্রম। যারা সনদ না নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, অনেক যাত্রী এসে অপেক্ষা করছে। ঢাকায় জানানো হয়েছে, তারা সিদ্ধান্ত দেবে।