২২ নভেম্বর ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
একসঙ্গে ‘আইসিইউ’তে এই সময়ের জনপ্রিয় নয়জন অভিনয় শিল্পী। তারা হলেন শহিদুল আলম সাচ্চু, মুনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, জিয়াউল হক পলাশ, সারিকা সাবাহ, পারসা ইভানা, মুকিত জাকারিয়া, তানহা তাসনিয়া, সুমন পাটোয়ারি।
ব্যাপারটা হলো, তাদের নিয়ে কাজল আরেফিন অমি নির্মাণ করছেন নতুন নাটক ‘আইসিইউ’। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে নাটকটির চিত্রায়ণ। চলবে টানা তিন দিন। নাটকের চিত্রায়ণের ফাঁকে কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন তানহা তাসনিয়া। সময় নিউজ পাঠকদের জন্য ছবিগুলো তুলে ধরা হলো-
নাটকে ইরফান সাজ্জাদের স্ত্রী চরিত্রে অভিনয় করছেন তানহা তাসনিয়া। তার শ্বশুর শহিদুল আলম সাচ্চু। উনাকে আইসিইউতে ভর্তি করানোর মধ্য দিয়েই এগিয়ে যাবে নাটকের গল্প।