২০ এপ্রিল ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
বরিশালে বঙ্গবন্ধু অডিটোরিয়াম খুলে দিচ্ছেন বিসিসি মেয়র। আজকের ক্রাইম-নিউজ

বরিশালে বঙ্গবন্ধু অডিটোরিয়াম খুলে দিচ্ছেন বিসিসি মেয়র। আজকের ক্রাইম-নিউজ

ডেক্স প্রতিবেদক

আগামী ৩১ আগস্ট বরিশাল বঙ্গবন্ধু অডিটোরিয়াম চালু হতে যাচ্ছে। গতকাল বিকেলে বরিশালের ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ একথা জানিয়েছেন। ফেসবুকে লাইভে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ৩১ আগস্ট শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার মধ্য দিয়ে বঙ্গবন্ধু অডিটরিয়ামে কার্যক্রম শুরু হবে। প্রতিবছর সিটি করপোরেশন এ আয়োজন করবে। তবে কোনো বাধ্য বাধকতা নেই। আর প্রতিযোগীতাটি সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজন করা হবে। প্রয়োজনে দুই দিনব্যাপী করা হোক। অডিটরিয়ামের -দোতলাটিতে অনেক বড় স্পেস রয়েছে, সেটি পরিষ্কার করে রেডি করা হচ্ছে । তিনি বলেন, যে অবস্থায় বঙ্গবন্ধু অডিটোরিয়াম রয়েছে, সেই অবস্থাতেই ৩১ আগস্ট থেকে এটি চালু করে দেবো। বঙ্গবন্ধু অডিটোরিয়াম নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিগত মেয়রের গড়িমসি রয়েছে। তাই অডিটোরিয়ামটির নিমার্ণ কাজ অনেকদিন বন্ধ হয়ে পরিত্যাক্ত অবস্থায় ছিল। এছাড়া অডিটরিয়ামের জায়গা নির্ধারণও সঠিক হয়নি। তবুও মুজিববর্ষ উপলক্ষে বহুল প্রত্যাশিত অডিটোরিয়ামটি চালু করা হচ্ছে। জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বরিশাল শহীদ মিনারের পাশেই বঙ্গবন্ধু অডিটোরিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ১৩ জানুয়ারি। ১৭ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের ১২ জানুয়ারি নির্মাণ কাজ শেষ করার কথা ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019