শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:২২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :: নদী ও খালের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও দখলে রাখা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বরিশাল জেলা প্রশাসন ।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৪ টার দিকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এ আর খান স্কুলের সামনে এ অভিযান শুরু করা হয়। অভিযানের প্রথম দিনে মোট ১০টি অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে।
অভিযান পরিচালনাকারী বরিশাল জেলা প্রশাসনের সরকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদি হাসান জানান, অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য আগে থেকেই নোটিশ করা হয়েছিল, এ কারণে অনেকেই নিজ নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিয়েছেন। যে সকল স্থাপনা বাকি ছিল, তা আজ সরিয়ে ফেলা হয়েছে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত কয়েক বছরে বরিশাল সদর উপজেলার আশপাশ দিয়ে বয়ে যাওয়া খাল ও নদীগুলো নির্বিচারে দখল করা হয়েছে। এর ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং স্থানীয় প্রকৃতি ও পরিবেশে এর বিরূপ প্রভাব পড়ছে।