২১ নভেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সনদপত্র বিতরণ করেন।
৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন কর্তৃক আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জোন অধিনায়ক লে. কর্ণেল নওরোজ নিকোশিয়ার, জোনের স্টাফ অফিসার আরেফিন মোহাম্মদ শাকিল, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম, আইডিএফ কর্মকর্তা মোঃ শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি, এম হুমায়ুন মোরশেদ খান’সহ জনপ্রতিনিধি, প্রশিক্ষণার্থী ও দূর-দুরান্ত থেকে আগত সুবিধা প্রার্থরা উপস্থিত ছিলেন।
এবার কম্পিউটার প্রশিক্ষণে পরীক্ষার মাধ্যমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী’কে ৩টি ল্যাপটপ, সেলাই প্রশিক্ষাণার্থীদের ১০জনকে ১০টি সেলাই মেশিন দেয়া হয়। এছাড়াও ১৩০জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন রিজিয়ন কমান্ডার।